Latest News

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, December 1, 2013

CUELSA- Chittagong University Ex-Law Students Association : scuinfobd

Chittagong University Ex-Law Student's Association (CUELSA)

গঠনতন্ত্র
চিটাগাং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস’ এসোসিয়েশন
প্রকাশকাল ঃ জুলাই ২০১৩
প্রস্তাবনা
১৯৯২-১৯৯৩ শিাবর্ষ নিয়ে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ আইন পেশা, বিচার বিভাগ, প্রশাসনসহ দেশ-বিদেশের নানা স্তরে সুখ্যাতি ও মর্যাদপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হইয়াছেন। বিভিন্ন পেশায় ও বিভিন্ন স্থানে ছড়াইয়া থাকা আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ একটি অবিচ্ছিন্ন সেতুবন্ধনে আবদ্ধ হইয়া নিজেদের পেশাগত উৎকর্ষ সাধন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূখী বিভিন্ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ ও জাতির সমৃদ্ধির ল্েয গুরুত্বপূর্ণ অবদান রাখিবে, এই প্রত্যয়ে ২০০৬ ইং সনের এপ্রিল মাসে “ চিটাগাং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস’ এসোসিয়েশন” Chittagong University ex-Law Students' Association সংেেপ চুয়েলসা CUELSA নামক একটি সংগঠন আত্মপ্রকাশ করিয়াছে। এই সংগঠনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যক্তি বা দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত থাকিয়া একটি সমাজ সেবাধর্মী আত্মউন্নয়নমূলক প্রতিষ্ঠান হিসাবে কর্মকান্ড চালাইয়া যাওয়া। এই সংগঠন নিম্নোক্ত গঠনতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হইবে।
বিধি ১। সংগঠনের নাম
এই সংগঠনের নাম ঃ
বাংলায়- “ চিটাগাং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস’ এসোসিয়েশন” যাহা সংেেপ “চুয়েলসা”।
ইংরেজীতে- “Chittagong University Ex-Law Student's Association” যাহা সংেেপ CUELSA।
বিধি ২। অবস্থিতি
ইহার একটি নির্দিষ্ট কার্যালয় থাকিবে; যাহা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় স্থিত থাকিবে।
বিধি ৩। কার্যত্রে এলাকা
কার্যেেত্রর পরিধি সমগ্র বাংলাদেশ। কালক্রমে বিশ্বব্যাপী কর্মেেত্রর পরিধি বিস্তৃত হইবে।
বিধি ৪। ল্য ও উদ্দেশ্য
এই সংগঠন নিম্নলিখিত ল্য ও উদ্দেশ্য বাস্তবায়নে পরিচালিত হইবে-
১। এই সংগঠন একটি অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন হিসাবে পরিচালিত হইবে।
২। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ প্রতিষ্ঠা হইবার পর অদ্যাবধি যাহারা অধ্যয়ন সম্পন্ন করিয়াছেন এবং যাহারা অধ্যয়নরত রহিয়াছেন তাহাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, একতা এবং সর্বোপরি জনকল্যাণের স্পৃহা সৃষ্টিতে সহায়তা করা।
৩। সদস্যদের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক সাহায্য-সহযোগিতার ত্রেকে অধিকতর সম্প্রসারিত করা।
৪। আর্তমানবতার সেবা করা এবং জনসেবামূলক প্রকল্প চালু করা।
৫। সদস্য ও তাহাদের পরিবারের নিরাপত্তা সংরণ করা।
৬। সম্ভাব্য তহবিল গঠন করা।
৭। সদস্যদের মানোন্নয়ন বিতর্ক সভা, শিা ও সংস্কৃতি বিষয়ক বিবিধ প্রতিযোগিতার ব্যবস্থা, পুরস্কার ও সনদপত্র প্রদান এবং বিভিন্ন সাময়িকী প্রকাশ করা।
৮। সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধন, ন্যায় বিচার, আইনের শাসন, সামাজিক সংস্কার ও সাংস্কৃতিক পুণরুজ্জীবনে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে উদ্ভুদ্ধ করা।
৯। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ; যথা- বন্যা, ভূমিকম্প, সাইকোন বা জলোচ্ছাস, ভূমিধ্বস ইত্যাদি কারণে সৃষ্ট দুরাবস্থা, দুর্ভি, মহামারী ও দূর্ঘটনায় পতিত লোকদের সাহায্য ও পূণর্বাসনে সহায়তা করা।
১০। জনগণ ও মানবতার সেবায় সর্বোপরি সামাজিক উন্নয়নে সময়ে সময়ে যে কোন প্রকার কার্যক্রম গ্রহণ করা।
১১। উল্লিখিত ল্য ও উদ্দেশ্যাবলী নিশ্চিতকরণ ও অধিকতর উন্নয়নের জন্যে যাহা আবশ্যক তাহা সম্পাদন করা।
১২। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহিত নিয়মিত যোগাযোগ ও সুসম্পর্ক স্থাপন করা। আইন বিভাগের দরিদ্র ও মেধাবী শিার্থীদের সহায়তা প্রদান করা।
বিধি ৫। সদস্য হওয়ার যোগ্যতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হইতে নূন্যতম এলএলবি (অনার্স) পাশ করা যে কোন প্রাক্তন ছাত্র/ছাত্রী সংগঠন কর্তৃক নির্ধারিত ফি প্রদানপূর্বক সাধারণ সম্পাদকের নিকট সদস্য হইবার জন্য আবেদন করিতে পারিবেন।
বিধি ৬। তহবিল গঠন
১। এই সংগঠনের প্রত্যেক সদস্যকে ২০০/- (দুইশত টাকা) রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক সদস্য ফরম পূরণ করিয়া সদস্যপদ গ্রহণ করিতে হইবে।
২। সদস্যরা মাসিক ৫০/- (পঞ্চাশ) টাকা হারে ফি প্রদান করিবেন। কোন সদস্য একটানা ০৬ (ছয়) মাসের মাসিক ফি প্রদান না কেিল বকেয়া ফি পরিশোধ না হওয়া পর্যন্ত তাহার সদস্যপদ স্থগিত থাকিবে।
৩। যে কোন বিশেষ অনুষ্ঠানের খরচ মিটানোর জন্য কার্যনির্বাহী পরিষদ কর্তৃক ধার্যকৃত অনুদান প্রত্যেক সদস্য পরিশোধ করিবেন। বড় কোন ব্যয় নির্বাহের জন্য সদস্যগণের সামর্থ্য অনুযায়ী কার্যনির্বাহী পরিষদ তহবিল সংগ্রহ করিতে পারিবেন।
৪। সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তে উল্লিখিত ফি বা অনুদানের পরিমাণ পুনঃনির্ধারণ করা যাইবে।
বিধি ৭। সাংগঠনিক কাঠামো
সংগঠনের উদ্দেশ্য ও ল্য অর্জনে এবং সংগঠনকে সুচারুরূপে পরিচালনার জন্য ৩ (তিন) টি পরিষদ থাকিবে। যথা-
ক) সাধারণ পরিষদ খ) কার্যনির্বাহী পরিষদ ও গ) উপদেষ্টা পরিষদ।
ক) সাধারণ পরিষদ ঃ ৫ বিধিতে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন এই সংগঠনের সকল সদস্যকে নিয়ে সাধারণ পরিষদ গঠিত হইবে এবং এই পরিষদ সর্বোচ্চ মতার অধিকারী হইবেন। এই পরিষদ কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা নির্বাচন করবেন। এই পরিষদ সংগঠনের হিসাব নিকাশ পরীা করিবেন। বছরে কমপে ১ (এক) বার এই পরিষদের অধিবেশন বসিবে।
খ) কার্যনির্বাহী পরিষদ ঃ সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সংক্রান্ত বিধান অনুযায়ী নির্বাচিত হইবেন। এই পরিষদের কার্যকাল হইবে ১ (এক) বছর। সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে জন্য এই পরিষদ সর্বোচ্চ নিয়োজিত ও দায়বদ্ধ থাকিবেন। যে কোন জরুরী প্রয়োজনে ২৪ (চব্বিশ) ঘন্টার নোটিশে এই পরিষদের সভা আহবান করা যাইবে। প্রতি মাসে নূন্যতম ১ (এক) বার এই পরিষদের অধিবেশন বসিবে। সংগঠনের বাৎসরিক কার্যক্রমের প্রতিবেদন বার্ষিক সভায় উপস্থাপন করা হইবে।
গ) উপদেষ্টা পরিষদ ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Chittagong University আইন বিভাগের Law Department প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্য হইতে সরকারী, আধা-সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের সমন্বয়ে অভিজ্ঞতা ও বয়োজেষ্ঠতার ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদ ১১ (এগার) সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করিবেন। উপদেষ্টা পরিষদ সময় সময় কার্যনির্বাহী পরিষদকে পরামর্শ প্রদান করিবেন। উপদেষ্টা পরিষদ সংগঠনের কার্যাবলী সুচারুরূপে সম্পন্ন হইতেছে কিনা তাহা তদারকি করিবেন।
বিধি ৮। কার্যনির্বাহী পরিষদের গঠন কাঠামো এবং কর্মকর্তাদের যোগ্যতা, দায়িত্ব ও মতা
সংগঠনের যাবতীয় কার্যক্রম নিম্নোক্ত মতে গঠিত পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হইবে। এই পরিষদের মোট সদস্য সংখ্যা ২১ (একুশ) জন।
ক) সভাপতি-        ০১ জন
খ) সহসভাপতি-    ০১ জন
গ) সাধারণ সম্পাদক-    ০১ জন
ঘ) যুগ্ম সম্পাদক-    ০১ জন
ঙ) সাংগঠনিক সম্পাদক-    ০১ জন
চ) সহসাংগঠনিক সম্পাদক-    ০১ জন
ছ) অর্থ সম্পাদক-    ০১ জন
জ) দপ্তর সম্পাদক-    ০১ জন
ঝ) প্রচার সম্পাদক-    ০১ জন
ঞ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- ০১ জন
ট) কার্যনির্বাহী সদস্য-    ১০ জন
    সর্বমোট-    ২১ জন
ক) সভাপতি ঃ
যোগ্যতা ঃ যে সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হইতে এলএলবি (অনার্স) LLB (Hons) ডিগ্রী অর্জন করিবার পর নূন্যতম ১০(দশ) বৎসর অতিবাহিত করিয়াছেন তিনি সভাপতি পদে যোগ্য মর্মে বিবেচিত হইবেন। তবে কোন সদস্য ২ মেয়াদের বেশী এই পদের দায়িত্ব পালন করিতে পারিবেন না।
মতা ও কার্যাবলী ঃ
(১)    তিনি সংগঠনের সর্বোচ্চ কর্মকর্তা হিসাবে সামগ্রিকভাবে সংগঠনের যাবতীয় কাজকর্মের তদারকি করিবেন।
(২)    তিনি কার্যনির্বাহী ও সাধারণ সভায় সভাপতিত্ব করিবেন।
(৩)    তিনি সকল সভা আহবান, জরুরী অবস্থায় পরিষদের পে যে কোন আদেশ প্রদান করিতে পারিবেন।
(৪)    সর্বোপরি কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ নিজ নিজ দায়িত্ব পালন করিতেছেন কিনা তিনি তাহা তদারকি করিবেন।
খ) সহসভাপতি ঃ
যোগ্যতা ঃ যে সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হইতে এলএল বি (অনার্স) ডিগ্রী অর্জন করিবার পর নূন্যতম ৮ (আট) বৎসর অতিবাহিত করিয়াছেন তিনি সহসভাপতি পদে যোগ্য মর্মে বিবেচিত হইবেন।
মতা ও কার্যাবলী ঃ
(১)    সহসভাপতি সভাপতিকে তাঁহার দায়িত্ব পালনে সহযোগিতা প্রদান করিবেন।
(২)    সভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি সভাপতির দায়িত্ব পারন করিবেন।
গ) সাধারণ সম্পাদক ঃ
যোগ্যতা ঃ যে সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হইতে এলএল বি (অনার্স) ডিগ্রী অর্জন করিবার পর নূন্যতম ৭ (সাত) বৎসর অতিবাহিত করিয়াছেন তিনি সাধারণ সম্পাদক পদে যোগ্য মর্মে বিবেচিত হইবেন। তবে কোন ব্যক্তি ২ মেয়াদের বেশী এই পদের দায়িত্ব পালন করিতে পারিবেন না।
মতা ও কার্যাবলী ঃ
(১)    সাধারণ সম্পাদক সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন। তিনি সংগঠনের যাবতীয় কর্মকান্ড পরিচালনার দায়িত্ব পালন করিবেন। বার্ষিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করিবেন।
(২)    তিনি সংগঠনের যাবতীয় নথিপত্র ও সম্পত্তি তাহার তত্ত্বাবধানে রাখিবেন।
(৩)    তিনি গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পদপে গ্রহণ করিবেন।
(৪)    তিনি সভাপতি ও সহসভাপতি ব্যতীত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তাগণের কাজকর্ম তদারকি করিবেন।
(৫)    তিনি সভাপতির সহিত আলোচনা করিয়া সভা আহবান করিবেন।
(৬)    তিনি উপস্থিত খরচ নির্বাহের জন্য ২০০০/- (দুই হাজার) টাকা পর্যন্ত নিজের কাছে রাখিতে পারিবেন।
(৭)    তিনি সংগঠনের পে যাবতীয় পত্র বিনিময় করিবেন।
(৮)    তিনি সকল সদস্যের তালিকা নিবন্ধন বহিতে সংরণ করিবেন।
(৯)    তিনি সকল উপকমিটির কার্যাবলী সঠিকভাবে পরিচালিত হইতেছে কিনা তাহা তদারকি করিবেন।
ঘ) যুগ্ম সম্পাদক ঃ
যোগ্যতা ঃ যে সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হইতে এলএল বি (অনার্স) ডিগ্রী অর্জন করিবার পর নূন্যতম ৫ (পাঁচ) বৎসর অতিবাহিত করিয়াছেন তিনি যুগ্ম সম্পাদক পদে যোগ্য মর্মে বিবেচিত হইবেন।
মতা ও কার্যাবলী ঃ
(১)    সাধারণ সম্পাদককে তাঁহার দায়িত্ব পালনে যুগ্ম সম্পাদক সহযোগিতা করিবেন।
(২)    সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে যুগ্ম সম্পাদক তাঁহার যাবতীয় কাজ চালাইয়া যাইবেন।
(৩)    এ ছাড়া তিনি সাধারণ সম্পাদক কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন করিবেন।